সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জন্মভূমি টেলিভিশনের স্বাধীনতা দিবসের বিশেষ নাটক "বিহঙ্গ মন" এর সুটিং শুরু


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২০ ২২:৩০

আপডেট:
৩০ ডিসেম্বর ২০২০ ২২:৩৩

 

প্রভাত ফেরী: ২৭ ডিসেম্বর (রবিবার) সিডনির বাংলাদেশী অধ্যুষিত এলাকা ল্যাকাম্বার বেশ কয়েকটি লোকেশনে “বিহঙ্গ মন” নাটকটির সুটিং শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ ২০২১ ইং তারিখে জন্মভূমি মাল্টিমিডিয়া প্রোডাকশনের প্রযোজনায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জন্মভূমি টেলিভিশনে এই বিশেষ নাটকটি প্রচারিত হবে।

 

জন্মভূমি টেলিভিশনের সিইও রাহেলা আরেফিন জানান, বাংলাদেশের জাতীয় দিবসগুলিকে নিয়ে নাটক নির্মানের পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২৬ মার্চ বিশেষ নাটক “বিহঙ্গ মন” প্রচারিত হবে। প্রবাসে নুতন প্রজন্মের মাঝে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ ও এর গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিতেই আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।

 

“বিহঙ্গ মন” নাটকটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায়  নাইম আবদুল্লাহ। নাটকটিতে প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন সিডনি প্রবাসী নাট্য ব্যক্তিত্ব শাহীন শাহনেওয়াজ। সম্পূর্ণ সিডনিতে চিত্রায়িত  এই বিশেষ নাটকটির প্রাথমিক সুটিং এ অংশ নেন রানা শরীফ ও ডঃ ফাইজুল ইসলাম চঞ্চল। পর্যায়ক্রমে অন্যান্য শিল্পীদের নিয়ে নাটকটির বাকি সুটিং সম্পন্ন করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top