আগামীকাল থেকে সিডনিতে শুরু হচ্ছে রিহ্যাব আবাসন মেলা
প্রকাশিত:
৪ মে ২০১৮ ০৪:৫৪
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৭
আগামীকাল শনিবার থেকে অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পসী অরিয়ন ফাংশন সেন্টারে আয়োজন করতে যাচ্ছে তিনদিনের রিহ্যাব আবাসন মেলা। মেলা চলবে ৫ই মে শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং ৬ই মে রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, ৭ই মে সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা।বাংলাদেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজক।এবারের মেলার স্লোগান 'সপ্নীল আবাসন সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ'
মেলার বিস্তারিত জানাতে গতকাল বৃহস্পতিবার সিডনির স্থানীয় একটি ফাংশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেলা কমিটির সিডনির সমন্বয়ক নোমান শামীমের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাব মেলা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ শাকিল কামাল চৌধুরী, এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামসুজ্জোহা চৌধুরী,প্রকৌশলী নুর কুতুবুল আলম, প্রকৌশলী মোঃ আল আমিন, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন শিকদার এবং স্থানীয় আয়োজকদের পক্ষে জিল্লুর রশিদ ভুইয়া।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে আমিন মোহাম্মদ, রুপায়ন সিটি উত্তরা, ইউ এস বাংলা এসেস্টস,সূর্বনো ভূমি হাউসিং সহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল থাকছে। তারা জানান, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে সঠিক প্রকল্পে বিনিয়োগ হতে পারে সে ব্যাপারে রিহ্যাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মেলায় অংশগ্রহণকারীরা শুধু তাঁদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করতে পারবেন। কর্মকর্তাদের পাশাপাশি অনেক কোম্পানির মালিকরাও থাকবেন মেলায়।
মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না বরং আগত দর্শকদের জন্য বিশেষ র্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে।আয়োজকদের প্রধান উদ্দেশ হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসীদের, বাংলাদেশে স্বপ্নের আবাসন এর ব্যবস্থা করে দেওয়া। মেলা উপলক্ষে থাকবে ব্যাপক মূল্য ছাড় এবং থাকছে সর্বোচ্চ ৮০% হাউস বিল্ডিং ফিন্যান্স লোনের ব্যবস্হা।
তারা আশা করেন এই মেলা থেকে বিপুল সংখ্যক অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নিজ দেশে তাদের স্বপ্নের আবাস নির্মাণে সক্ষম হন । মেলার স্থান বাংলাদেশি কমিউনিটির পরিচিত হওয়ায় বিপুল সংখ্যক লোক সমাগম ঘটবে এবং প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।
৫ই মে শনিবার স্থানীয় সময় সকাল ১১ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: