সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৬
আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ১৮:১৭
স্থানীয় সময় আজ ২১ ফেব্রুয়ারি (রোববার) সকালে ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সিডনির মিন্টোর রন মুর কম্যুনিটি সেন্টারের পাশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
কাউন্সিলের সাধারন সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন, সহ সভাপতি শিবলী আবদুল্লাহ, কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, নামিদ ফারহান ও গোলাম মোস্তফার নেতৃত্বে কাউন্সিলের সদস্য সহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এই পুষ্পস্তবক অর্পনে অংশগ্রহণ করেন।
মোহাম্মাদ আব্দুল মতিন সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সবাইকে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি আমরা বাংলাদেশি সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। আমরা বাংলাদেশীর পক্ষ থেকে এই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ, ভাষা শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: