সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
২৩ মার্চ ২০২১ ২২:২৭
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৭:১৫

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) ১৩তম বার্ষিক সাধারণ সভা সিডনির ওয়ালিক্রিকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য নতুন একটি কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, আসিফ কাওনাইন (সভাপতি), মো. আরিফুল হক সরকার (সাধারণ সম্পাদক), আবদুল হক ও মো. আবু শাহাদাত সরকার (সহ সভাপতি), মোতাসিম বিল্লাহ ও জাহাঙ্গীর আলম (সহ-সাধারণ সম্পাদক), মোহাম্মদ হোসেন (কোষাধ্যক্ষ)। সদস্য হিসেব তালিকাভুক্ত হয়েছেন সাজেদা আক্তার, রহমতউল্লাহ, লিটন বাউল, অ্যালেক্সান্ডার জন এক্সেনস, রাশেদ খান, মো. শাহিনুল ইসলাম, তোহা মোহাম্মদ ও আলাসদাইর দউগাল।
কোভিড পরিস্থিতি অনুকূলে এলে একটি ট্রেড-শোর আয়োজন করবে এবিবিসি। দেশীয় সম্ভাবনাময় বিভিন্ন পণ্যের প্রদর্শনী করা হবে এতে। দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরিতে প্রয়াস রাখছে সংগঠনটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: