সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


করোনায় আক্রান্ত ফয়সাল আজাদ ও তাঁর মায়ের সুস্থতার জন্য ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২১ ১৯:১৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২০:২৮

 

প্রভাত ফেরী (নাইম আবদুল্লাহ:):  বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার উদ্যোগে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও তার মাতা লুৎফেয়ারা বেগমের সুস্থতা কামনা করে স্থানীয় সময় ২৬ এপ্রিল (সোমবার) সিডনির ল্যাকেম্বাস্থ ধানসিঁড়ি রেঁস্তোরার হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এম পি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের শাশুড়ীর মৃত্যুতে শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস মোল্লার সদ্যপ্রয়াত বাবা , যুগ্ম সাধারন সম্পাদক মো: আলি সিকদারের বাবা ও সিডনি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লবের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব ও রুহের মাগফেরাত কামনা করা হয়।

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার সহ সভাপতি মিল্টন আহমেদের বাবা ও বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার কোষাধক্ষ্য এইচ এম লাবুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রুহের মাগফেরাত কামনাসহ বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদারের বাবার আশু রোগ মুক্তি কামনা এবং সর্বোপরি সকল অসুস্হ ব্যক্তিদের আশু সুস্হতা ও মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাবিব আহসান টুলু।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবি মো: সিরাজুল হক, সাধারন সম্পাদক পি এস চুন্নু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি প্রফেসর ড. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি ড. মাসুদুল হক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন লাল কুন্ডু, সিডনি প্রেস এবং মিডিয়ার সাধারন সম্পাদক  মো: আব্দুল মতিন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ এবং সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top