সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে  বার্ষিক ইফতার অনুষ্ঠিত : কাজী আশফাক রহমান


প্রকাশিত:
৩ মে ২০২১ ২১:৩৯

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৭:৪২

 

সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সংবেদনশীলতা আর পরমতসহিষ্ণুতার চর্চাকে উৎসাহিত করে থাকে। মাহে রমজানের অমিয় শিক্ষা আত্ম সংযম, আত্মশুদ্ধি, সমতা আর সহযোগিতার শিক্ষাকে অন্তরে ধারণ করে ছাত্রছাত্রীদের মননেও একই ধারণার উন্মেষ ঘটানোর প্রত্যাশায় প্রতিবারের মত এবারও বার্ষিক ইফতারে সবাইকে আমন্ত্রিত করা হয়েছিল।

২রা মে রবিবার স্কুল প্রাঙ্গনে ইফতারের এই আয়োজনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কর্যকরী কমিটির সদস্য, ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ ধর্ম বর্ণ নির্বিশেষে যোগদান করেন। স্কুলের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হয়ে ইফতার প্রস্তুতি ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রস্তুত অত্যন্ত উপাদেয় ও আকর্ষণীয়া ইফতার প্রতেকে তৃপ্তি সহকারে গ্রহণ করেন।

ইফতার শেষে মাগরেবের নামাজে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণ চেয়ে এবং গোটা মানবজাতির কলাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

নামাজের পর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাড়াতে সবাইকে আহবান জানানো হয়। স্কুলের পক্ষ থেকে নেয়া এই উদ্যোগে সবার সহায়তা কামনা করা হয়।প্রসংগত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিপদে, সংকটে বিপন্ন মানুষের পাশে থেকেছে সব সময়। পরবর্তীতে রাতের খাবার পরিবেশন করা হয়।

সবশেষে স্কুলের পক্ষ থেকে ইফতারে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং আগামী আয়োজনেও সবার সহযোগিতা কামনা করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top