সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সিডনিতে শুরু হয়েছে ত্রিমাত্রা লাকেম্বা ঈদ মেলা ২০২১’ র জমজমাট


প্রকাশিত:
৭ মে ২০২১ ০০:১৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:০০

 

সিডনিতে গত পহেলা মে থেকে শুরু হয়েছে ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ আয়জিত  দুই দিন ব্যাপী (পরপর দুই শনিবার) ঈদ উল ফিতরের ” ত্রিমাত্রা লাকেম্বা ঈদ মেলা”-র জমজমাট। নিউ সাউথ ওয়েলস কোভিড সেইফটি রুলস্ অনুসরণ করে এ আয়োজন করা হয়েছে।  সিডনি প্রবাসী বাঙালিদের প্রাণকেন্দ্র লাকেম্বার ‘ল্যাকেম্বা ইউনাইটিং চার্চ এ অনুষ্ঠিত  হয়ে গেল  দুই  দিনব্যাপী (পর পর দুই শনিবার ) ‘ত্রিমাত্রা লাকেম্বা ঈদ মেলা ২০২১’- এর প্রথম দিন। আগামী ৮ মে শনিবার  আবারো লাকেম্বার ‘ল্যাকেম্বা ইউনাইটিং চার্চ এ, দ্বিতীয়  এবং এবারের ঈদ উল ফিতরের শেষ মেলাটি অনুষ্ঠিত হবে। 

প্রতিবারের মতো এবারও সকাল ১১ টা থেকে রাত ১০ টা পযন্ত সিডনির  বিখ্যাত ফ্যাশান হাউসগুলোর অংশগ্রহণে “ত্রিমাত্রা লাকেম্বা ঈদ মেলা” অনুষ্ঠিত  হচ্ছে। মেলার প্রথম দিন ঈদ মেলায় যেমন ছিল প্রচুর লোকের সমাগম তেমনি ছিল নতুন বুটিক্স এবং দেশীও কাপড়ের সমাহার। প্রবাসে বসে সিডনির নারী উদ্যোক্তাদের তাদের প্রদর্শিত পণ্য প্রবাসী ক্রেতাদের পৌঁছে দিতে ,প্রবাসে বসে দেশের স্বাদ গ্রহন করা এবং নতুন প্রজন্মের কাছে  দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন।

সকাল থেকে প্রচুর  ক্রেতার সমাগম ঘটে। দেশি ঈদ শপিং বলতে  আমরা যেমন  নিউমার্কেট-গাওসিয়া, মিরপুর, বসুন্ধারা কিংবা ধানমন্ডির জমজমাট শপিংমল ও লোকারণ্য বুঝি, তেমনি জমজমাট স্বাদ ত্রিমাত্রার এই ঈদ মেলায় দেখা গেছে। প্রত্যেকটি ফ্যাশন  হউস তাদের পোশাকে নতুনত্ব বজায় রেখেছে। সিডনির  বিখ্যাত ফ্যাশন হাউসগুলো ছিল এই মেলায়। তাদের রকমারি পোশাক আমাদের মেলার সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সবগুলো স্টল সজ্জিত ছিল রকমারি দেশিও পোশাকে। দেশী শাড়ি ,সালওয়ার-কামিজ , গহনা, ছেলেদের পাঞ্জাবি, ছোটোদের পোশাক, এবং রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে এসেছিলেন বিক্রেতারা। এছাড়া জুয়েলারি এবং মেহেদী , ঈদের হেয়ার কেয়ার,ও রূপসজ্জার বিভিন্ন প্রোডাক্টের ষ্টল ছিল মেলার অন্যতম প্রধান আকর্ষণ। ক্রেতাদের কেনাকাটা দেখে মনে হয়েছে আমরা যেন বাংলাদেশেরই কোন বিপনিকেন্দ্রে আছি। আর ছিলো দেশীও খাবার, যা চিরচেনা বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top