সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিল সম্পর্কে বিভ্রান্তি না ছড়ানোর আহব্বান


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ১৯:৪০

আপডেট:
১৭ জুন ২০২১ ২০:৪৭

ছবিঃ মোহাম্মদ আসলাম মোল্লা এবং মোহাম্মাদ আব্দুল মতিন

 

সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিল সম্পর্কে বিভ্রান্তি না ছড়ানো এবং অবৈধ কার্যক্রম বন্ধের আহব্বান জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সহসভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, গত ১৬ জুন (বুধবার) কিছু কিছু লোক কাউন্সিলের নামে একটি অবৈধ সভা আহব্বান করে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন, যারা কাউন্সিলের সদস্যই নন।

তারা আরো জানান, সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাবেক সভাপতি এনামুল হক, সহসভাপতি শিবলী আবদুল্লাহ, কোষাধক্ষ মাকসুদা সুলতানা, মিডিয়া ও কমিউনিক্যাশন সম্পাদ আসিক ইকবালসহ কিছু সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং তাদের সদস্য পদ নবায়ন করেননি। গত ৭ জুন কার্যকরী পরিষদের সভায় তাদের পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে এবং ইমেইলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পাবলিক অফিসার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্ধারিত সময় তাদের সদস্য নবায়ন করেননি। কাউন্সিল বিরোধী কার্যকলাপ, সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধ কার্যক্রম পরিচালনা ও বিভিন্নভাবে অপপ্রচার করায় গত ১২ জুন কার্যকরী পরিষদের এক সভায় সংবিধান অনুযায়ী সাবেক পাবলিক অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং ইমেইলের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়। সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাথে তাদের কোন বৈধ সম্পর্ক নেই।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও মোহাম্মদ আসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান যে, সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের নিজস্ব রেজিস্টর বই, নিজস্ব ইমেইল [email protected] ওয়েবসাইট www.spec.org.au ও সকল সদস্যদের আবেদনপত্র আমরা সংরক্ষণ করছি এবং সংবিধান অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করছি। এমতাবস্থায় বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী কাউন্সিলের সকল কার্যক্রম পরিচালিত হবে এবং অবৈধ কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top