ভিকারুন্নিসা নুন এলামনাই (অস্ট্রেলিয়া) এর উদ্যোগে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর কার্যক্রম


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২১ ১৯:৪৭

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:২০

 

ভিকারুন্নিসা নুন এলামনাই অস্ট্রেলিয়ার সদস্যরা VA AUS এর নিয়মিত কার্যক্রমের বাইরে উদ্যোগ নিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার নারীদের জন্য একটি তহবিল গঠনের, করোনাভাইরাস নামক মহামারীর এই কঠিন সময়ে পাশে থাকার প্রত্যয়ে।

স্বল্প সময়ের নোটিশে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার প্রথিতযশা গুণীজন যাদের মধ্যে অনেকেই ছিলেন ভিকারুন্নিসা স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বিক্রিত টিকেটের এবং বিভিন্ন স্পন্সরদের মাধ্যমে প্রাপ্ত অনুদান ভিকারুননিসা এলামনাই অস্ট্রেলিয়া তুলে দিয়েছে "SWS Homelessness Support service for women” প্রতিষ্ঠানের হাতে।

লকডাউন এর পরিপ্রেক্ষিতে, অনলাইন প্রযোজনা নিয়ে আমাদের এই উপস্থাপনা আপনাদের সাথে শেয়ার করার প্রয়াসে, শনিবার ২৮শে আগস্ট রাত ৭:৩০ মিনিটে।

অনুষ্ঠান পরিকল্পনা বিস্তারিত লিফলেটে দেয়া হলো আপনাদের সুবিধার্থে।

বিজ্ঞপ্তিঃ সাকিনা আক্তার


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top