আটলান্টিক সিটিতে সাড়ম্বরে জন্মাষ্টমী উদযাপিত
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২১ ২১:০৫
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৬
সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী ছিল ৩০ আগষ্ট, সোমবার। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় দিনটি উদ্যাপন করেছেন।
দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্ম মতে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।
আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ অ্যাভিনিউয়ের একটি ভেনুতে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, মঙ্গলাচারণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি।এছাড়া কৃষ্ণের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
বিপুলসংখ্যক প্রবাসী হিন্দু সম্প্রদায় এই জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরন করা হয়। এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে এই জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছিল। আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি ব্যক্তিত্ব প্রভীন এন জে, বিনোদ ভেলোর জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: