কেয়ার ফর হিউম্যানিট সিডনিতে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ২০:১৭

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৯

 

অস্ট্রেলিয়ার সিডনিতে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে “কেয়ার ফর হিউম্যানিটি “নামের একটি সংগঠন৷ এই সংগঠনটির আর্থিক সহায়তায় ৮ সেপ্টেম্বর সিডনির লাকেম্বায় সহযোগিতা সামগ্রী বিতরন করা হয়৷ পরবর্তীতে বিকেল ৫ টায় ত্রানসামগ্রী দেয়ার কাজটি করে ম্যারোনিটস অন মিশন নামক সংগঠন৷ তাদেরও আর্থিক সহায়তা করে কেয়ার ফর হিউম্যানিটি৷

 

কেয়ার ফর হিউম্যানিটির অন্যতম পরিচালক তিশা তানিয়া জানান, দুটি আলাদা সংগঠনের মাধ্যমে তাদের সাহায্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে৷ এই উপলক্ষে তাদের সংগঠনে দশ হাজার ডলারের উপরে ডোনেশন এসেছে৷ তার কিছু অংশ সিডনির কমিউনিটির সহযোগিতায় ব্যয় করা হয়েছে৷ সিডনিতে আরো সহযোগিতা করা হবে৷ আর বাকিটা বাংলাদেশের কোরোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দেয়া হবে৷ অচিরেই সেসব সহযোগিতা পৌঁছে দেয়া হবে৷ বিকেল চারটায় লাকেম্বায় এগুলো বিতরন করে লাইটহাউজ কমিউনিটি৷ সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর বেলাল হায়েক ও সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান৷

যারা ডোনেশন করেছে তাদের সকলকে ধন্যবাদ জানান তিশা৷ তিনি জানান, যৌথভাবে এই আয়োজনে পাশে ছিলো যেসব সংগঠন সেগুলো হচ্ছে, ফাগুন হাওয়া, ওমেন্স কাউন্সিল, রাহেল’স মেকআপ ওয়ার্ল্ড, স্বাধীনকন্ঠ, বাংলা স্কুল বারদিয়া, বাফা, আর্ট মাদার আর্থ ফাউন্ডেশন, বাসভূমি, আমাদের কথা, আবরন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ সিডনি, নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি, মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট, ক্রিয়েটাস, টিএম এলিয়েন্স মটরস গ্রুপ৷


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top