সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


সিডনিতে বাংলাদেশী ফুড ফ্যাস্টিভ্যাল উপলক্ষে সাংবাদিক সম্মেলন


প্রকাশিত:
১৭ জুলাই ২০২২ ০৫:১৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৬:৫৭


নাইম আবদুল্লাহ: রোটারি ক্লাব অব ইঙ্গেলবার্ন এবং চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) যৌথভাবে বাংলাদেশী ফুড ফেস্টিভ্যাল আয়োজন করছে। উৎসবের উদ্দেশ্য শুধু বাংলাদেশী খাবার ও সংস্কৃতি তুলে ধরাই নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ হল অসহায় মানুষদের সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করা। এই তহবিলের সংগৃহিত অর্থ বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্য করা ছাড়াও ক্যাম্পবেলটাউন অঞ্চলের গৃহহীনদের মতো অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে বলে জানানো হয়।

এ উপলক্ষে স্থানীয় সময় গত ১৪ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইঙ্গেলবার্ন আর এস এল ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে আগামি ৭ আগস্ট (রোববার) সিডনির ইঙ্গেলবার্ন গ্রেট পার্সিভ্যাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে “বাংলাদেশী ফুড ফ্যাস্টিভ্যাল”। এই ফ্যাস্টিভ্যালে বিনামূল্যে প্রবেশ ছাড়াও থাকছে লাইভ বিনোদন, বাংলাদেশী হরেক রকম খাবার, পোশাক, কারুশিল্প এবং আরও অনেক কিছু। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে এই ফ্যাস্টিভ্যাল চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

৪৫ বছরেরও বেশি সময় ধরে ইঙ্গেলবার্নের রোটারি ক্লাব স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সেবামূলক কাজ করেছে। অন্যদিকে ২০১৮ সালে প্রতিষ্ঠিত - চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত একটি সম্প্রদায় ভিত্তিক অলাভজনক সংস্থা। সিসিএ বিভিন্ন সময়ে সম্প্রদায়ের সদস্যদের সাহায্য করেছে এবং সম্প্রদায়কে একত্রিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করেছে । সিসিএ বিনামূল্যে কমিউনিটি ফিস্ট (মেজবান), রক্তদান, বিভিন্ন দাতব্য উদ্দেশ্যে তহবিল সংগ্রহ, বিনামূল্যে খাবার বিতরণ, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও এই বাংলাদেশী ফুড ফেস্টিভ্যালে আরো সহায়তার হাত বাড়িয়েছে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল, দি ইঙ্গেলবার্ন আর এস এল ক্লাব , এবং মেজবানি রেস্টুরেন্ট মিন্টো।


সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের পক্ষে এবং বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালের কোঅর্ডিনেটর সৈয়দ আকরাম উল্লাহ , ডাবলু টি বিল সাল্টার (W.T. Bill Salter) প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ইঙ্গেলবার্ন , চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষে ইয়াকুব সাদাত , ইঙ্গেলবার্ন আর এস আল ক্লাবের সিইও গ্লেন কুশন (Glenn Cushion)। সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন ড্রু পার্সিভাল (Drew Percival). আয়োজকদের পক্ষ থেকে সম্প্রদায়ের প্রত্যেককে উপস্থিত থাকার, উপভোগ করার এবং প্রয়োজনে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনের প্রশ্ন উত্তর পর্বে সাংবাদিকদের পক্ষ প্রশ্ন করেন রহমত উল্লাহ (প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব ) , আব্দুল মতিন (প্রেসিডেন্ট ,অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন), নাইম আব্দুল্লাহ ( ডিরেক্টর নিউজ এন্ড কনটেন্ট , জন্মভূমি টেলিভিশন ) আবু রেজা আরেফিন ( চেয়ারম্যান জন্মভূমি টেলিভিশন) প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top