সিডনিতে একুশের প্রথম প্রহরে অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫৫

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:০৩

সিডনিতে একুশের প্রথম প্রহরে অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

সিডনিতে একুশের প্রথম প্রহরে অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায়   আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন। মহান একুশের প্রথম প্রহরে বুধবার দিনগত রাত ১২টা ১ মিনিটে সিডনিতে এ্যাসফিল্ড পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সৌধের  সংগঠনটি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ,  জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে  মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা রক্ষায় সকলকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তারা ভাষা আন্দোলনে তরুণ প্রজন্মের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন যে তাঁদের মতো বর্তমান সচেতন তরুণরাও বাংলাদেশের উন্নয়নে সর্বদা প্রস্তুত থাকবে।





পরে তারা  ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে  ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 





আওয়ামী  লীগের  অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক,  সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা, আওয়ামী  লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, সাধারন সম্পাদক ফয়সাল আজাদ ,আওয়ামী  লীগে  অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন,  আওয়ামী  লীগ সিডনি শাখার  সহ সভাপতি শাহজাহান মিলটন  যুগ্ম সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন সরকার, জাহিদ হাসান,  কোষাধ্যক্ষ এমএ সালাম,  আওয়ামী  লীগ নেতা নির্মল কস্তা,করিম খান ,  ছাত্রলীগ  অস্ট্রেলিয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী

মিকু, ছাত্রলীগ নেতা আহসান হাবীব সিয়াম  সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  এই সময় উপস্হিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top