সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এ্যাসোসিয়েশন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৫:১৬

 

নাইম আবদুল্লাহঃ গত ২৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়ায় প্রবাসি বাংলাদেশিদের প্রথম ও সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সিডনির হার্স্টভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে ‘এসো মিলি প্রানের উৎসবে’ শ্লোগান দিয়ে ‘মহান বিজয়’ দিবস উদযাপন করে।

আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জিয়াউল কবির জিয়ন, গীতা ও বাইবেল পাঠ করেন ডঃ রতন কুণ্ডু ও পল ডি মধু। বাংলাদেশি বংশদ্ভূত নূতন প্রজন্মের এক কিশোরের বেহালার সুরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় হল ভর্তি উপস্থিত অতিথিগণ উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কনসুলেট সিডনির কনসাল ও চেন্সরী প্রধান মো আশফাক হুসেইন এবং সংগঠনের সিনিয় নেতৃবন্দ উপস্থিত বীর মুক্তিযুদ্ধা শাহ্ এনায়েতুর রহমান বেলাল, বীর মুক্তিযুদ্ধা ডাঃ হাবিবুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযুদ্ধা রেজাউর রহমান ও বীর মুক্তিযুদ্ধা মিজানুর রহমান তরুণকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান।

সংগঠনের উপদেষ্টা ডঃ রতন কুন্ডুর পরিচালনায় সিডনির বিদায়ী কনসাল ও চেন্সরী প্রধান মো আশফাক হুসেইনের হাতে সংগঠনের ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন সাংস্কৃতিক সম্পাদক তাম্মি পারভেজ ও কোষাধ্যক্ষ দিলারা জাহান এবং সদস্য জেরীন আফরীন। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মতিন তার স্বাগত বক্তব্যে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. সিরাজুল হক, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, প্রাক্তন কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু, কাউন্সিলর মাসুদ চৌধুরী, টেলিঅজের পরিচালক জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি একেএম ফজলুল হক শফিক, ধানসিঁড়ি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মো: জামাল হোসেন, মহিলা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিলকিস জাহান এবং চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন কবি হায়াত মাহমুদ, ড. তারিকুল ইসলাম, কবি জেরীন আফরীন, মোস্তাক আহমেদ প্রিন্স, আসিফ ইকবাল প্রমুখ। একাত্তরের অগ্নিঝরা গান নিয়ে মঞ্চে ছিলেন কন্ঠশিল্পী নিলুফা ইয়াসমিন, আয়শা কলি, জাহাঙ্গীর আলম, মধুমিতা শাহা, রুহুল আমিন, শুভ সাথী প্রমুখ। নৃত্যান্জলী ড্যান্স একাডেমীর কর্ণধার মৌসুমি শাহার ও প্রেরনা ড্যান্স গ্রপের কর্ণধার জেরিন চৌধুরীর নেতৃত্বে নতুন প্রজন্মের ছোট্ট সোনামণিরা নৃত্য পরিবেশন করেন। অসাধারণ পরিবেশনার জন্য এসময় এসময় উপস্থিত দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করেন।

বিজয়ের মঞ্চে সংগঠনের পক্ষ থেকে হাজী মো: দেলোয়ার হোসেন ও এ্যাডভোকেট মোঃ মোবারক হোসেনকে সার্টিফিকেট ও ফুলের তোড়া দিয়ে সম্মামনা জানানো হয়। মহান বিজয় দিবস উদযাপনের সমন্বয়কারী মোহাম্মদ আসলাম মোল্লা উপস্থিত অতিথিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই উপলক্ষে মোঃ জিয়াউল কবির জিয়নের সম্পাদনায় বিজয় নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

মহান বিজয় দিবস অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য সিডিসির স্মনামধন্য বাংলাদেশি রেস্তোরা ধানসিঁড়ির পক্ষ থেকে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top