সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অগ্রণী স্কুল এবং কলেজ (অস্ট্রেলিয়া) এলামনাইয়ের পুনর্মিলনী
প্রকাশিত:
১ মার্চ ২০২৪ ২২:৪৬
আপডেট:
১ মার্চ ২০২৪ ২২:৫১
আগামী ২ মার্চ সিডনির হলিডে ইন ওয়ারওয়ার্ক ফার্মে জাকজমক পূর্ন ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অগ্রণীয়ানদের মিলনমেলা । অগ্রণী স্কুল এবং কলেজ (অস্ট্রেলিয়া) এলামনাইয়ের আয়োজনে এই প্রথমবারের মত অস্ট্রেলিয়াতে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত ১০০ এরও উপর অগ্রণীয়ানরা এই প্রানের মেলায় অংশগ্রহনের জন্য সমবেত হচ্ছেন সিডনিতে। প্রানের টানে ভালবাসার টানে তারা সবাই হারিয়ে যাবেন এই দিনটিতে । আয়োজকদের সাথে যোগাযোগ করে জানা যায়, অনুষ্ঠানের সকল আয়োজন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্মৃতিচারন, নাচ, গান, কবিতা, নাটক সহ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সুস্বাদু খাবার এবং বিভিন্ন স্ন্যাকস।
সব অগ্রণীয়ান হাতে হাত ধরে হারিয়ে যাবে পুরনো দিনগুলিতে। থিম সং হিসেবে সবাই একসাথে গেয়ে উঠবে “কোন পুরাতন প্রানের টানে” গানটি। এখন শুধু অপেক্ষার পালা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: