সিডনী মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১


বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ন্যাশনাল কনফারেন্স এন্ড সাইন্টিফিক সেমিনার 


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪ ১৯:৩৯

আপডেট:
৩১ অক্টোবর ২০২৪ ১৯:৪০

অস্ট্রেলিয়ার ন্যাশনাল কনফারেন্স এন্ড সাইন্টিফিক সেমিনার 

 

বিজিপিএএ (বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন অস্ট্রেলিয়া) ন্যাশনাল কনফারেন্স এন্ড সাইন্টিফিক সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হলো মেলবোর্ন কনভেনশন এবং এক্সিবিশন সেন্টার এ গত ২৪ সে সেপ্টেম্বর ।

দিনব্যাপী এই কনভেনশন মুখরিত ছিলো প্রায় ৮০ জন জেনারেল প্রাক্টিশনার দের পদচারণায় যারা এসেছেন অস্ট্রেলিয়ার নানা প্রান্ত হতে। অনুষ্ঠান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার আদিবাসী দের সম্মান  জানিয়ে। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ রফিকুর রহমান ( সাধারন সম্পাদক) এবং  ডাঃ এন এম নিজামুল ইসলাম ( প্রেসিডেন্ট) ।

তারা দুজনেই বিজিপিএএ র ভবিষৎ পরিকল্পনা আর  বর্তমান কাজের দিক গুলো তুলে  ধরেন । আরও বক্তব্য দেন অনুষ্ঠানটির কি নোট স্পিকার ডা: অনিতা মুনোজ। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দুই ভাগে। প্রথম ভাগে মূলত লেকচার এবং প্রশ্নত্তর পর্ব আর দ্বিতীয় ভাগে প্যানেল ডিসকাশন। দিনের শেষ ভাগে ছিলো বার্ষিক এজিএম । এজিএম এ বার্ষিক আর্থিক প্রতিবেদন তুলে ধরেন ডাঃ আওয়াল (অর্থ সম্পাদক )। 

 

 

অনুষ্ঠানে বিজিপিএ র বার্ষিক ম্যাগাজিন BGPAA Pulse প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সকল ইসি এবং আয়োজক কমিটি কে, ক্যানোপি প্রিন্টার্স মেলবোর্ন, এবিডি প্রিন্টার্স এন্ড সাইন সিডনি  সুবীর ফোটোগ্রাফি মেলবোর্নকে। রাতে সকল ডক্টর ও  তাদের পরিবার নৈশভোজ ও বার্ষিক কালচারাল অনুষ্ঠান উপভোগ করেন মালগ্রেভ কমিউনিটি হলে । 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top