সিডনির ওয়ালী পার্কে চাঁদ রাত উৎসব ১৪ জুন
প্রকাশিত:
১৩ মে ২০১৮ ০০:৪২
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১১:০৫
এবারই প্রথম অস্ট্রেলিয়ার বাংলাদেশি অধ্যুষিত সাবারবের সিডনির ওয়ালী পার্কে বাংলাদেশি আয়োজকদের তত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদ রাত উৎসব।
আগামী ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের মূল আকর্ষণ হিসেবে এবারও থাকছে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। এছাড়া মেলাতে দেশি পোশাক ও অলঙ্কারের পাশাপাশি থাকবে মেহেদি উৎসব। তাছাড়া রকমারি ইফতারির আয়োজন যেমন থাকবে মেলাতে তেমনি থাকবে দেশীয় সুস্বাদু খাবারের সমাহার। এরই মধ্যে উৎসব উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। এই গত ১০ মে ল্যাকেম্বার স্হানীয় একটি রেস্টুরেন্টে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক সংগঠন বাংলাদেশী মেলা অর্গানাইজেশন সিডনি অস্ট্রেলিয়ার পক্ষে বক্তব্য রাখেন মইনুল হক, মাহবুব আলম, সাইদ হাসান প্রমুখ। স্টল বুকিং বা চাঁদ রাত উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
Contact:
Moinul Haque (Stalls Coordinator)
Mob: 0434484545
Syed Hasan (Stalls Coordinator)
Mob: 0413110722
Mahabub Alam (Stalls Coordinator)
195 Haldon St, Lakemba 2195
Mob: 0415510199, Tel: 02 82831518
Email: [email protected]
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: