সিডনিতে শরীয়তপুর এসোসিয়েশন অস্ট্রেলিয়া'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত:
২৫ জুন ২০১৯ ০৪:০৫
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৪১

এক বর্ণাঢ্য আয়োজনে গত ২৩ শে জুন সিডনিতে লাকেম্বার লাইবেরি হলে শরীয়তপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেলো।
অনুষ্ঠানের প্রথমেই ছিল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ।
পুরোটা অনুষ্ঠান জুড়েই ছিল ঈদের আমেজ। নারী-পুরুষ ও বাচ্চাদের পরনে ছিল বাঙালি পোশাক—শাড়ি সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। মনে হচ্ছিল ছোট্ট একটি বাংলাদেশ।
অতিথিদের অংশগ্রহণে হইচই আর আনন্দে কাটল একটি মনোরম সন্ধ্যা। অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন নিউ সাউথ ওয়েলস সংসদের মুসলিম এমপি জিহাদ দীব সহ ৩ কাউন্সিলার।
অনুষ্ঠান শুরু হয় বিকেল সাতটায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডনিতে বাংলাদেশী শারীতপুর কমিউনিটির পরিচিত মুখ মুশফিকুর রহমান নবীন ,আতাউর রহমান লেমন, তানজিলা জামান মুনি, আসাদুজ্জামান সোহাগ, আতাউর রহমান নিউটন, এইচ এন হাবিবুর রহমান খোকন।
তাঁরা বলেন, নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্মল আয়োজন অবশ্যই মনে রাখার মতো। প্রবাসে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখাসহ বিকশিত করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।
আয়োজকেরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন বক্তারা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: