একুশে একাডেমি আয়োজিত এবং প্রভাত ফেরীর সহযোগিতায় 'গায়ত্রী সন্ধ্যায় যাপিত জীবনের গল্প' 


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৪১

একুশে একাডেমি আয়োজিত এবং প্রভাত ফেরীর সহযোগিতায় 'গায়ত্রী সন্ধ্যায় যাপিত জীবনের গল্প' 

সিডনি আসছেন বাংলাদেশের স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন ।  একুশে একাডেমি অস্ট্রেলিয়া আয়োজিত এবং অস্ট্রেলিয়ার জনপ্রিয় বাংলা পত্রিকা প্রভাত ফেরীর সহযোগিতায় প্রখ্যাত নারী এই ঔপন্যাসিকে  আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, সন্ধ্যা ৭ঃ ৩০  হার্স্টভিল সিভিক সেন্টারে “গায়ত্রী সন্ধ্যায় যাপিত জীবনের গল্প” নামক একটি সাহিত্য সন্ধ্যার আয়োজন করেছে।  অনুষ্ঠানে বাংলা কথাসাহিত্যের আলোর দুহিতা সেলিনা হোসেন তাঁর জীবন ও কর্ম নিয়ে পাঠকদের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করবেন।  



অনুষ্ঠানটি সম্পর্কে প্রভাত ফেরীর প্রধান সম্পাদক  শ্রাবন্তী কাজী আশরাফী বলেন, একুশে পদক এবং বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার  স্বাধীনতা পদক প্রাপ্ত সেলিনা হোসেন হচ্ছেন নির্ভীক, স্পষ্টবাদী, আত্মবিশ্বাসী এক কথাসাহিত্যিক| আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃত এই মানস কন্যা, আমাদের প্রজন্মের কাছে এক অনুকরনীয় এবং অনুসরনীয় মহিয়ষী নারী | একুশে একাডেমি আয়োজিত এই মহান কথা সাহিত্যিককে নিয়ে ‘গায়ত্রী সন্ধ্যায় - যাপিত জীবনের গল্প’ অনুষ্ঠানে তিনি আমাদের সমাজ সভ্যতার ওপর দাঁড়িয়ে খেটে খাওয়া জীবনের স্বপ্নচারী জনগোষ্ঠীর গল্প বলবেন। সেলিনা হোসেন প্রভাত ফেরী পত্রিকার একজন সম্মানিত উপদেষ্টা। এই রকম একটি অনুষ্ঠানের প্রধান সহযোগী এবং প্রধান পৃষ্ঠপোষক হতে পেরে আমি এবং প্রভাত ফেরী পরিবারের সকল সদস্য আনন্দিত।



অনুষ্ঠানটর প্রবেশ মূল্য ১৫ ডলার। যা অনলাইনে পাওয়া যাচ্ছে ওয়েবসাইট  www.deshievents.com.au 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top