২৭শে অক্টোবর সিডনিতে ‘চট্রগ্রাম উৎসব’


প্রকাশিত:
২ অক্টোবর ২০১৯ ০২:৫৮

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

২৭শে অক্টোবর  সিডনিতে  ‘চট্রগ্রাম উৎসব’

আগামী ২৭শে অক্টোবর রবিবার সিডনির লিভারপুলের মেমোরিয়াল এ্যাভিনিউ হুইটলাম লেইজার সেন্টারে  ‘চট্রগ্রাম উৎসব’১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।অনুষ্ঠান দুপুর ১২:০০টা থেকে বিকাল ৬:০০টা পর্যন্ত চলবে। বৃহত্তর চট্রগ্রাম সমিতি অস্ট্রেলিয়ার উদ্যোগে এই  অনুষ্ঠান আয়োজন করেছে । উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর  রবিবার বিকেল সিডনির স্হানীয় রেষ্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।



আয়োজকরা জানান,  মেজবানী খাবারের তৈরীর জন্য এবার দেশ থেকে চট্রগ্রামের বিখ্যাত বাবুর্চী আবুল হোসেন সিডনিতে আসবেন। তিনি ইতি মধ্যে  ভিসার  পেয়ে গেছেন। অনুষ্ঠানে   চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবার, চায়ের সাথে চট্রগ্রামের বেলা বিস্কুট, বাচ্চাদের খেলাধুলা, ফেইস পেইন্টিং ইত্যাদি।   এছাড়াও  থাকবে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর সঙ্গীতানুষ্ঠান। 



সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্রগ্রাম সমিতি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ আলম, সাঃ সম্পাদক ইফতেখার আহমেদ ইফতু, সাংগঠনিক সম্পাদক লিপু মোর্শেদ, ইমরান শিকদার, মিঠু, রাইসুল, নাসির  সহ আরো কয়েক জন সদস্য উপস্হিত ছিলেন।





 এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্যাবলী ও রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগের লিংক: Registration and Informations: ctgsamity.com.au

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top