২৬ অক্টোবর পারিবারিক সহিংসতা রোধে উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া'র অনুষ্ঠান


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০১৯ ০২:৪৩

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:০০

২৬ অক্টোবর পারিবারিক সহিংসতা রোধে উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া'র অনুষ্ঠান

সিডনি প্রবাসী বাংলাদেশী নারীদের সংগঠন  "Women Council Australia Incorporated” পারিবারিক সহিংসতা রোধে ২৬ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় ল্যাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে একটি অনুষ্ঠানের  আয়োজন করেছে।



এই উপলক্ষে গত ১৭ অক্টোবর সিডনির ল্যাকেম্বার গ্রামীণ চটপটি রেস্টুরেন্টের ভিআইপি লাউঞ্জে  একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় | সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন স্থানীয় সিটি কাউন্সিলর শাহে জামান টিটো,উইমেন  কাউন্সিল অস্ট্রেলিয়া’র পক্ষে তিশা তাসনিম তানিয়া, এলিজা জারা টুম্পা, নাসরিন নাহার, সাজেদা আক্তার, পপি কবির, তাম্মি পারভেজ, পূরবী পারমিতা বোস, হেনা রেজওয়ান, মুনা মুস্তফা প্রমুখ | সংগঠনের মূল স্লোগান হলো “End Abuse Now” যার অর্থ হলো - এখনই সহিংসতা বন্ধ করুন | এই সময় আয়োজকরা সংগঠনের উদ্দেশ্য, আদর্শ, ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন মেয়াদী কর্মসূচী তুলে ধরেন |





 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top