সিডনিতে ‘আমরা কজনা’র পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ২০:৩১
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

নাইম আবদুল্লাহ: গত ২৬ অক্টোবর (শনিবার) সিডনির গ্লেনফিল্ডে মহিলাদের সংগঠন “আমরা কজনা” বন্ধুদের সাথে ঘরোয়া পরিবেশে তাদের ষষ্ঠ পিঠা উৎসবের আয়োজন করে। শীতের শেষে বসন্তের এই আয়োজনে হাতের তৈরি হরেক রকমের দেশীয় পিঠা পুলি উৎসবে স্থান পায়। আয়োজকদের পক্ষে বুলা হাসান, রুনু রফিক, রওশন পারভীন ও ফরিদা সামাদ জানান, দেশীয় ঐতিহ্য কে বিদেশের মাটিতে ধরে রাখতে ও প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই পিঠা উৎসব আমাদের সামান্য প্রচেষ্টা।
প্রতিবারের মতো এবারের আয়োজনেও ছিল ক্ষুদের ভাতের সাথে রকমারি ঝাল ভর্তা সহ হরেক রকমের মুখরোচক দুপুরের খাবার। পিঠা প্রতিযোগিতা ও খেলাধুলার জন্য ছিল তিনটি করে পুরস্কার। পাশাপাশি দিপতী পল চৌধুরীর শাড়ীর দোকান, সীমা আহমেদ ও রুনু রফিকের কণ্ঠে দেশীয় গান পিঠা উৎসবকে আরও প্রাআনবন্ত করে তোলে। পিঠা উৎসব সফল ও প্রানবন্ত করতে আয়োজকরা সবাই কে অসংখ্য ধন্যবাদের পাশাপাশি আন্তরিক ভালবাসা জানিয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: