২২ ডিসেম্বর ওয়াইলী পার্কে বাংলা মেলা


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৭:৩৭

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫২

২২ ডিসেম্বর ওয়াইলী পার্কে  বাংলা মেলা

সিডনীর বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বা থেকে গড়ে উঠা সংগঠন “আমরা বাংলাদেশী” প্রতি বছরের মতো এবারও ২২ ডিসেম্বর  রবিবার, ওয়াইলী পার্কে আয়োজন করতে যাচ্ছে বিজয় দিবস উপলক্ষ্যে মেলা ‘বাংলা মেলা’। 



এই 'আমরা বাংলাদেশী' সংগঠনটিই প্রথম এই এলাকায়  কোন মেলা বা মিলনমেলা আয়োজনের উদ্যোগ গ্রহন করে। সেই ধারাবাহিকতায় এবার অষ্টম বারের মতো বিগত সব মেলার সাফল্য পুনর্বহাল রেখে বিকেল ৩টা থেকে মধ্য রাত অবধি চলবে “এসো বিজয় উল্লাসে মাতি” স্লোগানে প্রবাসী বাংলাদেশীদের প্রানের মেলা ‘বাংলা মেলা’। 





মেলার আয়োজকরা বলেন- “যেহেতু লাকেম্বায় মেলা উদযাপন আমাদের হাতেই শুরু হয়েছে সেহেতু এ যাবত কাল আরো বিবিধ মেলা আয়োজনকে আমরা স্বাগত জানাই। পুরো সিডনী জুড়ে বাংলাদেশ বন্দনা বেশী বেশী চলুক এটাই আমাদের কাম্য। অষ্টমবারের মতো বাংলা মেলার এ আয়োজনে উপস্থিত দর্শক এবং শুভানুধ্যায়ীদের কথা মাথায় রেখে এবছর মেলার স্টল সংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত আসন সংখ্যার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছরের মতো শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে এ বছরেও থাকছে নতুন এবং ভিন্ন স্বাদ। থাকছে বাহারি খাবার এবং পোশাকের পসরা। 



তারা আরো বলেন, আমরাই সিডনীর একমাত্র মেলা যেখানে শুধুমাত্র স্থানীয় শিল্পীদের প্রাধান্য দেয়া হয়। আগামীতে দর্শনার্থীদের বিজয় উল্লাসকে আরো গতিময় এবং আনন্দঘন করার জন্য আমরা এই একদিন ব্যাপী মেলাতে দীর্ঘায়িত করে টানা দুই দিনব্যাপী আরো বড় পরিসরে একটা বিজয় উৎসবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।  আগামী ২২ ডিসেম্বর, রবিবার, ওয়াইলী পার্কে, মেলা আয়োজক কমিটি আমরা বাংলাদেশী এবং মেলার পৃষ্ঠপোষক ও স্টল গ্রহীতাদের পক্ষ থেকে সবাইকে সপরিবারে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।”


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top