মহান বিজয় দিবস উপলক্ষে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের আলোচনা সভা ১ ডিসেম্বর
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ০১:২৮
আপডেট:
২ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল আগামী ১ ডিসেম্বর (রোববার) দুপুর ১২ টায় লাকেম্বাস্থ গ্রামীন রেঁস্তোরায় এক আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট নারী উদ্যোক্তা এফবিসিসিআই-এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর।
কাউন্সিলের সাধারন সম্পাদক মোহাম্মাদ আবদুল মতিনের সঞ্চালনায় বিজয় দিবসের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি ড. এনামুল হক। কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সম্মানিত সকল সদস্যদেরকে বিজয় দিবসের এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: