সিডনীতে “মহান বিজয় দিবস উদযাপন ও সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৯ ২২:১৩
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:৩৭

প্রভাত ফেরী : বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ১ ডিসেম্বর সিডনীর এক রেস্তোরায় “সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল” এর উদ্যোগে “মহান বিজয় দিবস উদযাপন ও সাংবাদিকদের ভূমিকা” বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুধু বিজয় দিবস পালনই যেন মুখ্য বিষয় না হয় বরং ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের প্রকৃত অর্থের বাস্তব প্রতিফলন আমাদের জীবনে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত সবার।
পাশাপাশি সাংবাদিকতায় স্বাধীনতা ও বিজয়ের চেতনাকে বুকে ধারণ করে প্রকৃত ইতিহাস তুলে ধরা সকল গনমাধ্যম কর্মীর দায়িত্ব।
আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা মিজানুর রহমান তরুণ, ড. জান আলী, ড. ফারুক আমিন, ড. শেখ আবু নাইম ফয়সাল, ড. ফজলে রাব্বী, ড. সিএমএফ সুশান রেজা, ড. সৈয়দ আবু সোহায়েব, ড. সৈয়দ ফায়জুল আজীম চন্চল, ড. শফিকুর রহমান, ড. আরিফুর রহীম, ড. এনামুল হক, মোহাম্মাদ আসলাম মোল্যা, , মোহাম্মাদ জাকির হোসেন, নাইম আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মাদ আলতাফ হোসেন, মোহাম্মাদ গোলাম মোস্তফা, ফয়সাল কবির শুভ, আবদুল্লাহ ইউসুফ শামীম, এস এম দিদার হোসেন, আউয়াল খান, হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেনমোহাম্মাদ কামরুল ইসলাম, মাকসুদা সুলতানা, দিলারা জাহান ও মোহাম্মাদ আব্দুল মতিন সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: