অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের ইন্তেকাল
প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৫
আপডেট:
২৪ ডিসেম্বর ২০১৯ ০২:৪৫

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক আর নেই। গতকাল রবিবার স্থানীয় সময় দুপুর দুটার দিকে সিডনিতে অবস্থিত নরওয়েস্ট প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি.....রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
ড. আব্দুর রাজ্জাক ১৯৪৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। আমেরিকায় আইন বিষয়ে পিএইচডি করেছেন। এরপর তিনি সিডনির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আইন বিভাগে শিক্ষকতা করেছেন।বর্তমান প্রধানমন্ত্রীর আস্থাভাজন ড. আব্দুর রাজ্জাক অস্ট্রেলিয়া বসবাসের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী ড. রাজ্জাক সিডনির বাঙালি কমিউনিটির কাছে ছিলেন এক নির্ভরতার প্রতীক। তিনি বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়ারও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: