সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’র নবগঠিত কমিটির মিট দ্য প্রেস


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৪

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪১

সাংবাদিকদের সাথে চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’র নবকমিটির মতবিনিময় সভা

সাংবাদিকদের সাথে চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’র নবগঠিত কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রাতে সিডনির স্হানীয় লেমন গ্রাস রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত কমিটির সভাপতি শেখ সালাউদ্দিন, জেনারেল সেক্রেটারী সাদিয়া হক তন্দ্রা  ভাইস প্রেসিডেন্ট  মোহাম্মদ চৌধুরী (ইমরান), ট্রেজারার  সৈয়দ আকরাম উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। সভায় নবগঠিত কমিটির সাথে গণমাধ্যম প্রতিনিধিদের পরিচয় করানোর পর সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা শেষে তাদের আমন্ত্রণে মতবিনিময় সভায় আসার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’র  বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, গত ২৬ জানুয়ারী ‘চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া’র বার্ষিক সাধারণ সভা সিডনির গ্লেনফিল্ডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এটিএম মাসুম রানা। সভায় সভাপতির অনুমোদনক্রমে  সাইদ আহমেদ  বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এবং  কামরুল হাসান মুরাদ  আর্থিক আয় ব্যয় বিবরণী উপস্থাপন করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দু’টি গৃহীত হয়।

সভার সভাপতি এটিএম মাসুম রানা প্রাক্তন কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং নতুন ১৫ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী কমিটি প্রস্তাবনা করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ সালাউদ্দিন এবং জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন সাদিয়া হক তন্দ্রা ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে –

ভাইস প্রেসিডেন্ট:  মোহাম্মদ  চৌধুরী (ইমরান) ,

ট্রেজারার:  সৈয়দ আকরাম উল্লাহ, 

সহকারী ট্রেজারার:  কামরুল হাসান মুরাদ,

অপারেশন & ডেলিভারি সেক্রেটারি:  সাইফুল হাসান চৌধুরী,  

পাবলিক রিলেশন্স সেক্রেটারী:  সৈয়দ বাকের ।

 

কমিটিতে এক্সিকিউটিভ মেম্বারস্ হিসেবে আছেন –

ইয়াকুব সাদাত,

এটিএম মাসুম রানা,

নাজিম ওয়ালিদ,

মোহাম্মাদ ফয়েজ,

মোহাম্মাদ সাইদুল হক (ফয়সাল),

মোহাম্মাদ শাহাদাত ইসলাম,

শাহ জাবেদ  আহমেদ,

মিজানুর রহমান (বাবু)।

নতুন  কমিটি ইতিমধ্যেই রক্তদান কর্মসূচী, ইফতার পার্টি, বাৎসরিক স্পোর্টস এবং পিকনিক, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বহুল প্রতিক্ষীত ‘মেজবান ২০২০’ আয়োজনের লক্ষ্যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তারা জানিয়েছেন আগামী ২০ জুন ‘মেজবান ২০২০’ আয়োজিত হবে।


বিষয়: কমিউনিটি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top