সবার আগে জন্মশতবার্ষিকীর প্রথম কেক কাটল অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও যুবলীগ
প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ০২:৫৩
আপডেট:
২৬ মার্চ ২০২০ ০২:৫৮

প্রভাত ফেরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সর্বপ্রথম কেক কেটে উদযাপন করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও অস্ট্রেলিয়া যুবলীগ। ১৭ মার্চের প্রথম প্রহরে ঠিক রাত বারোটায় একশটি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে সিডনির ল্যাকেম্বা এলাকায় এ উদযাপন করা হয়। উদযাপনের আগে দেশাত্মবোধক গান এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ চালানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল এবং সঞ্চালনায় ছিলেন অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম। কেক কাটার আগে সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ রাখা যাবে না। বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক হিসেবে তাঁর আদর্শকে ধারণ ও বাস্তবায়ন করাই হোক আমাদের আজকের অঙ্গীকার। এর মধ্য দিয়েই আমরা বঙ্গবন্ধুর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে পারব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অপু সারোয়ার, হাসান শিমুন ফারুক রবিন, কৃষক লীগের আহবায়ক শাহ আলম, সাংবাদিক আব্দুল মতিন, এবং সেলিমা বেগম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাসিম সামাদ, ফয়সাল মতিন, শাহে আলম, ব্যারিস্টার নির্মাল্য তালুকদার, জাকির প্রধানীয়া, উবায়দুল হক, দীপংকর বালা ডেভিড, এস এম বাবুল হাসান বাবু, আমিনুল ইসলাম রুবেল, মহিউদ্দিন কাদির, সাইফুল ইসলাম, নূর হোসেন সেলিম, বীর খান, আলী আশরাফ হিমেল, আরিফুর রহমান, ফাহাদ আসমার, খালেদ হোসেন, চমন রহমান, মাসুদা জামান ছবি, সালমিন তানহা, মোহাম্মদ হাফিজ, পলি আহমেদ, খালেদ হোসেইন সহ সাধারন প্রবাসীরা। সাংবাদিকদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন আবু রেজা আরেফিন, আবু তারিক, আকাশ দে, তুষার খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ল্যাকেম্বার রাস্তায় আনন্দ র্যালী বের হয়। যেটি ছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন শ্লোগানে মুখরিত।
বিষয়: কমিউনিটি
আপনার মূল্যবান মতামত দিন: