সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সিডনিতে বাংলাদেশীদের জরুরি সহায়তা দেবে সিডনি প্রেস কাউন্সিল


প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ১৮:১২

আপডেট:
২৬ মার্চ ২০২০ ১৮:১৪

ফাইল ছবি

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ায় দিন দিন বেড়েই চলেছে করোনার প্রভাব। ইতিমধ্যে এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অস্ট্রেলিয়ায় সারা দেশে শাটডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী স্কট মরিসন। বন্ধ করা হয়েছে ৬ মাসের জন্য অস্ট্রেলিয়ার সকল সীমান্ত। এমতবস্থায় করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকটে পড়তে পারেন সিডনিতে অবস্থানরত বাংলাদেশীরা। আর এ সংকট মোকাবেলায় সিডনিতে অবস্থিত বাংলাদেশীদের জন্য এগিয়ে এল সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিল। বাংলাদেশী শরণার্থীদের জরুরি প্রয়োজনে সহায়তা প্রদানের সিদ্বান্ত নিয়েছে তারা।

ইতিমধ্যে করোনার কারণে সিডনিতে অনেক বাংলাদেশী চাকরিচ্যুত হয়েছেন। আবার অনেকের কাজের বৈধ কোনো অনুমতি না থাকায় অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে তারা কোনো আর্থিক সহযোগিতা পাবে না। এমতবস্থায় প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য অসহায় বাংলাদেশীদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিডনিতে প্রবাসী সাংবাদিকদের প্লাটফর্ম সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিল। প্রাথমিক অবস্থায় সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার জন্য তরল সাবান ও হ্যান্ড সেনিটাইজারসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। সিডনি প্রবাসী বাংলাদেশি শরণার্থীরা যে কোনো জরুরি সম্ভাব্য সহায়তার জন্য এবং সাহায্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক (০৪১৬ ৭৪৭ ৯১৪), সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন (০৪৩৩ ৩৪৮ ৮০২) কিংবা সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম (০৪২৩ ০১৩ ৫৪৬) এর সাথে এই নম্বরে যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

জানতে চাইলে সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন বলেন, করোনাভাইরাস সঙ্কটে যে সমস্ত সিডনি প্রবাসী বাংলাদেশি শরণার্থী তাদের চাকরি হারিয়েছেন কিংবা অর্থনৈতিক মন্দায় দিন যাপন করছেন তাদের সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। আমরা আমাদের অবস্থান থেকে তাদের সম্ভাব্য সহায়তা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top