মুজিববর্ষ উপলক্ষ্যে সিডনিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত:
২৬ মার্চ ২০২০ ২০:১৬
আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৯

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গত ১৫ মার্চ (রবিবার) ২৭টি ক্রিকেট টিম নিয়ে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ক্রিকেট মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক ড: আবুল হাসনাত মিল্টন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রায় ৫০০ তরুন ক্রিকেটারের অংশগ্রহনে এই ক্রিকেট টুর্নামেন্টটি ছিলো সিডনিতে
সবচেয়ে বড় একটি টুর্ণামেন্ট।
টুর্নামেন্টটি উদ্বোধনের সময় বক্তব্য রাখেন ড: আবুল হাসনাত মিল্টন, আব্দুল্লাহ নোমান শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, সহ-সভাপতি এডভোকেট নির্মল্য তালুকদার, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন, ক্যাম্বেলটাউন মাল্টিকালচারাল সোসাইটির সাধারন সম্পাদক শফিকুল আলম, অস্ট্রেলিয়া যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন, আলী আশরাফ হিমেল, চমন রহমান, বীর খান, শাহনেওয়াজ আলো ও অন্যান্যরা।
বিষয়: কমিউনিটি
আপনার মূল্যবান মতামত দিন: