সেইভ ওয়ান মিল, সেইভ ওয়ান লাইফের মানবিক আবেদন
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২০ ২৩:৪৯
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:১৮

করোনা ভাইরাস ইতিমধ্যেই মহামারীর রূপ নিয়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও চলছে এখন অঘোষিত লকডাউন। কিন্তু বিপাকে পড়তে হয়েছে বাস্তুহীন এবং নিম্ন আয়ের মানুষদের।
আমরা যারা নিরাপদে নিজেদের বাসায় কোয়ারেন্টাইনে আছি, আমরা কি অনুধাবন করতে পারছি সেই সব বাস্তুহীনদের দূর্দশার কথা? যাদের এক বেলা খাবার জুটেনা। যাদের রাত কাটে পথে-প্রান্তরে, খুপটি ঘরে অথবা খোলা আকাশের নিচে? আসুন, এই দুঃসময়ে ভাসমান ক্ষুধার্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়াই।
আমরা সকলেই প্রতিদিন তিন বেলা আহার করি।যাদের ভাগ্যে এক বেলাও আহার জুটে না, আমরা কী পারিনা তাঁদের জন্যে আমাদের এক বেলার আহার বাঁচিয়ে সমতুল্য অর্থ দিয়ে দুর্বল এই মানুষগুলোর মুখে কিছু দিনের জন্যে আহার তুলে দিতে?
হ্যাঁ, আমরাও পারি। চলুন আমরা আমাদের ঘুমন্ত মনুষ্যত্বকে জাগিয়ে তুলি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজপথে পড়ে থাকা অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই।
আমাদের কর্ম পরিকল্পনা:
আমরা ঢাকা শহরকে পাঁচটি জোনে ভাগ করে প্রতিদিন ৫০০ (পাঁচশ) ভাসমান মানুষকে তাঁদের দৈনিক আহার পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। বিভিন্ন সামাজিক সংঘ, স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজ সেবা যুব সংগঠন গুলোর মাধ্যমে এই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এপ্রিল মাস থেকে থেকে অন্তত ৩ (তিন) মাসের জন্যে ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) মানুষকে আহার দেয়ার ব্যবস্থা কার্যকর করবো ইনশাল্লাহ।
আমাদের বিনীত আবেদন:
আপনিও যদি এই অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে চান, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, কিংবা সাধ্যানুযায়ী সহযোগিতা করতে চান, তাহলে আসুন, আমাদের # SaveOneMeal_Save1Life এই কার্যক্রমে নিজেকে নিয়োজিত করুন।
নিম্নের যে কোনো একটি অপসন অনুধরণ করে আপনি Donate করতে পারেন (£30 or £50 or £100)
বিকাশ নম্বর: 01717031764 (বাংলাদেশ).
Account: UK
SC: 40-09-06, AC21898116, HSBC
বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করুন:
সদাগর pageই ইনবক্স করুণ (facebook.com/Sadagar.com.bd) OR call us:
Dr Tania Sultana (Broomfield Hospital, UK), Contact 07758113056
Dr.Masuma Khalil, General Practitioner, Australia, Contact_0421491758,0412458815
Maksuda Hye (MTech Data Science Analyst, Sanofi , Canada), Contact +1(647) 667 1725
Mrs Fatema Asad (UK), Contact_07528 021205.
Mr Mehedi Hasan (Bangladesh), contact_01717031764
ইমেইল: [email protected]
প্রবাসী ভাই-বোনদের কাছে বিনীত অনুরোধ আপনার এক বেলার আহার বাঁচিয়ে সেই সমতুল্য অর্থ বাংলাদেশে দান করতে পারেন অসহায় মানুষগুলোর জন্যে।
দয়া করে আপনিও এই পোস্টটি শেয়ার করুন এবং আপনার সাহায্যের (Donate ) হাত বাড়িয়ে অন্যকেও পাশে থাকার জন্যে অনুরোধ করুন।
ডাঃ মাসুমা খলিল, জি পি ( অস্ট্রেলিয়ান হেলথ সার্ভিস)
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: