এফবিসিসিআই'র পরিচালক হলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর
প্রকাশিত:
৩০ এপ্রিল ২০১৯ ১৫:০৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:০৬

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস এর সভাপতি জনাব জনাব সৈয়দ আলমাস কবীর।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেয়ায় সকল অংশিজন এবং শুভাকাক্ষীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন বেসিস সভাপতি।
বেসিস সভাপতি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি খাতই নয়, অন্যান্য সকল শিল্পখাতে ডিজিটালাইজেশন প্রয়োজন। এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দেশের সকল শিল্পখাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
এফবিসিসিআই-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দেয়ায় বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর-কে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বেসিস নির্বাহী পরিষদ এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: