সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, খুলনায় ২ জনের মৃত্যু


প্রকাশিত:
৪ আগস্ট ২০১৯ ২১:৩৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, খুলনায় ২ জনের মৃত্যু

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানী ঢাকার বাইরের জেলাগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (৪ আগস্ট) পর্যন্ত ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৩৫৪ জন। আর  শনিবার (৩ আগস্ট) এই সংখ্যা ছিল ৪ হাজার ১৯০ জন, শুক্রবার ছিল তিন হাজার ৪৬৪জন। বর্তমানে রোগী ভর্তি আছে তিন হাজার ১৮১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২২৪ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।  এদিকে ডেঙ্গুর আক্রান্তে খুলনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।



কন্ট্রোল রুমের হিসাব বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছয় হাজার ৮৫৮ জন।



বিভাগভিত্তিক ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানঃ



ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭৭ জন।



খুলনা: খুলনা বিভাগের ১০ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৩ জন, বর্তমানে ভর্তি আছেন ৪০৯ জন।



রাজশাহী: রাজশাহী বিভাগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৯ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩২৫ জন।



সিলেট: সিলেট বিভাগে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ চার জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১জন, বর্তমানে ভর্তি আছেন ১০০ জন।



রংপুর: রংপুর বিভাগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ গত ২৪ ঘণ্টা ভর্তি হয়েছেন ৫৪ জন, বর্তমানে ভর্তি আছেন ২১৩ জন।



বরিশাল: বরিশাল বিভাগে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজসহ ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৭ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯৭ জন।



অবহেলার কারণে ডেঙ্গু সারাদেশে ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব। তিনি বলেন, ‘সারাদেশে যেভাবে ডেঙ্গু ছড়িয়েছে তাতেএখন স্বাস্থ্য অধিদফতরকে দেশের সব জেলা-উপজেলার চিকিৎসকদেরকে ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে, সচেতন করতে হবে।’



খুলনায় ২ জনের প্রাণ নিল ডেঙ্গু



খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলছাত্র ও এক বৃদ্ধা মারা গেছেন। রোববার সকাল ও শনিবার রাতে তারা মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় এটাই প্রথম মৃত্যুর ঘটনা।



জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মঞ্জুর শেখ (১৫) নামে ওই স্কুলছাত্র মারা যায়।



এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মর্জিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।



স্কুলছাত্র মঞ্জুর খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মো. বাবুল শেখ ওরফে বাবুর ছেলে।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top