সুন্দরবনে গত তিনদিনে অপহৃত ১৪ জেলে
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৪
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৫৭

প্রভাত ফেরী ডেস্ক: সুন্দরবনে গত তিনদিনে ১৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা। জানা যায়, সুন্দরবন এলাকার কলাগাছি, দোবেকী এবং কোবাদক এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহরনকারীদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- রাজ্জাক ওরফে রাজু, এমপি সজল, আবু নাসির, আনারুল, হেলালুজ্জামান ও শাহা আলমের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এছাড়া ১০ সেপ্টেম্বর সকালে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে ঢোকার পরপরই একই বাহিনীর সদস্য পরিচয়ে সজলসহ আরো ৬ জেলেকে অপহরণ করা হয়।
অপহৃত জেলেদের স্বজনরা জানান, দুদিন আগে দোবেকী এলাকায় মাছ ধরার সময় একটি বাহিনীর পরিচয়ে শাহআলম ও তার ভাইসহ তিনজনকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর কোবাদক এলাকা থেকে পাঁচ জেলেকে জিম্মি করে তারা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, জেলে অপহরণের বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: