গত ২৪ ঘন্টার সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু, আহত ২২ জন
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩২
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:০৫

প্রভাত ফেরী ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। বাগেরহাটে এক স্কুলছাত্র, ট্রাকের দুই হেলপার ও এক চালকসহ চারজন নিহত হয়েছে। মিরসরাইয়ে এক উপজেলা ছাত্রলীগ নেতা ও সাতক্ষীরায় এক ইউনিয়ন যুবলীগ সদস্য নিহত হয়েছে। এ ছাড়া জামালপুরে এক মোটরসাইকেল আরোহী ও বগুড়ায় দুই অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
বাগেরহাট : মোল্লাহাট উপজেলা সদর বাজারের পানেরহাট এলাকায় মোটরসাইকেল ও বালুবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও তার ২ সহপাঠী আহত হয়েছে। নিহত মোহাম্মদ সরদার (১৪) উপজেলার উদয়পুর গ্রামের জাকির সরদারের ছেলে এবং স্থানীয় ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহত রাকিবুল ইসলাম বাপ্পি এবং জুবায়ের সিকদারকে খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ওই তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ সরদার ঘটনাস্থালেই নিহত হয়।
এদিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক ইটবোঝাই ট্রাকের চালক-হেলপারসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুজন ট্রাকের হেলপার ও একজন চালক। নিহতরা হলো সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বলনগর গ্রামের ইয়াছিন (২২) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুলিয়া গ্রামের নাছির হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার (২৬)। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
জামালপুর : বকশীগঞ্জের গোপালপুর গ্রামে ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম নামে (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের আয়েল উদ্দিনের ছেলে। বকশীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে একটি ট্রাক শফিকুলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বগুড়া : বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার গোহাইল নামক স্থানে মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছে। নিহতরা হলো- নন্দীগ্রাম কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার সুপার তোফাজ্জল বারী (৪২) ও মহিষমারা এলাকার নুরুল ইসলাম (৪০)। পুলিশ জানায়, চিনিবোঝাই একটি ট্রাকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাটিকে চাপা দেওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
সাতক্ষীরা : জেলার শ্যামনগরের চালতেঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূরনগর ইউনিয়ন যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান (২৪) নিহত হয়েছে। মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সৈয়দালীপুর গ্রামের আবু মুসার ছেলে। এ দুর্ঘটনায় আহতরা হলো- একই গ্রামের কাদের গাজীর ছেলে কবির ও মৃত আব্দুল গফুরের ছেলে হাফিজুর।
মিরসরাই : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী লেগুনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত ও সাতজন আহত হয়েছে। নিহতরা হলো- মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকার সোলেমান কোম্পানি বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মো. আলা উদ্দিন (৬০), একই গ্রামের দৌলত ভূঁইয়াবাড়ির ডিপটি হোসেনের ছেলে ও মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মিলন (৩০)। আহতরা হলো- শ্যামল শর্মা, অজিত দাশ, রণজিৎ ভৌমিক, সত্যজিৎ দাশ, পঙ্কজ নাথ ও জীবন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: