উখিয়ায় এক প্রবাসির পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৫
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:০৫

প্রভাত ফেরী ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে দু’জন শিশু ও দু’জন নারী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার পূর্বরত্না গ্রামের কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করেছে।
নিহতরা হলেন- রোকেন বড়ুয়ার মা সখি বড়ুয়া (৬৪), রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৬), ছেলে রবিন বড়ুয়া (৬) ও সনি বড়ুয়া (৭)।
স্থানীয়রা জানান, প্রয়াত প্রবীণ বড়ুয়ার ছেলে রোকেন বড়ুয়া। সকালে রোকেনের বাড়ির কক্ষে গলা কাটা অবস্থায় তার মা সখি বড়ুয়ার মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপর বাড়ির ভেতরে অন্য একটি কক্ষে রোকেনের স্ত্রী মিলা বড়ুয়া ও ছেলে শিশু রবিন বড়ুয়া ও সনি বড়ুয়া গলা কাটা মৃতদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই বাড়ির তিনটি কক্ষ থেকে চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, রোকেন বড়ুয়ার বাড়ির ছাদের দরজা ভেঙে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাদের গলা কেটে হত্যা করে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: