৪৫ মিলিমিটার বৃষ্টিতেই ভোগান্তিতে রাজধানীবাসী
প্রকাশিত:
২ অক্টোবর ২০১৯ ২৩:০১
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৯:৫৯

প্রভাত ফেরী ডেস্ক: গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় মাত্র ৪৫ মিলিমিটার বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। আজকেও কোথা কোথাও জলাবদ্ধতা দেখা গেছে।
বিশেষ করে প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানির নিচে প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন প্রায় ডুবুডুবু অবস্থা।ফলে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
তাছাড়া নগরীর বেশ কয়েকটি সড়কে ড্রেন ও সংস্কারের কাজ চলমান থাকায় দুর্ভোগ মাত্রা চরমে পৌঁছায়। এতে বিপাকে পড়েন কর্মজীবী নারী-পুরুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে চলতে থাকে বৃষ্টি।
সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গতকালকের বৃষ্টির কারনে আজকেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা রয়ে গেছে। তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় সাধারণ মানুষ দুই সিটি কর্পোরেশন রাস্তার নানামুখী কার্যক্রমে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: