সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


চাঁদপুরে ইলিশ ধরা নিয়ে জেলে-পুলিশ সংঘর্ষ, আহত ৭


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০১৯ ২৩:২১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১০:২৩

চাঁদপুরে ইলিশ ধরা নিয়ে জেলে-পুলিশ সংঘর্ষ, আহত ৭

প্রভাত ফেরী ডেস্ক: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের সময় জেলেদের সঙ্গে নৌপুলিশের সংর্ঘষ হয়েছে। এতে তিন পুলিশসহ সাত জন আহত হয়েছেন। এই ঘটনায় আটক হয়েছে ১৮ জেলে।



সোমবার সকাল ৭টায় জেলার পদ্মা নদীর দুর্গম চর রাজরাজেশ্বরে এই ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



অভিযানে অংশ নেয়া নৌপুলিশ সুপার জামশের আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। সময় ১৮ জনকে আটক করা হয়। সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন (৩৫), নায়েক দেলোয়ার হোসেন (৩২), কনস্টেবল শাহারিয়ার (৩০), তাদের স্পিডবোটের চালক রুবেল (২৫), জেলে মনির শেখ (৩৫), নাজমুল হোসেনসহ সাতজন আহত হন।



নৌপুলিশ মৎস্যবিভাগের কর্মকর্তারা জানান, ভোরে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ জেলেরা নৌপুলিশ মৎস্যবিভাগের কর্মকর্তাদের ওপর লগিবৈঠা নিয়ে হামলা করে। হামলার সময় -১০ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে শতাধিক জেলে তাদের ঘিরে ধরে। এসময় পুলিশ আত্মরক্ষার্তে ফাঁকা গুলি ছোড়ে।



ইলিশ ধরায় রাজবাড়ীতে আটক ১৮ জেলে



সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ ধরায় রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ১৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১২৫ কেজি ইলিশ, ৭১ হাজার মিটার কারেন্ট জাল দুটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা দুস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত দুটি নৌকা নিলামে বিক্রি করা হয়।



সোমবার সকাল ১০টার দিকে জেলা মৎস্য অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।



অভিযানে আটক ১৮ জন জেলের মধ্যে ১২ জনকে ১৭ দিন পাঁচজনকে ২০ দিন করে কারাদণ্ড দেয়া হয়। অপর জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত দুটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top