সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ডেসটিনির ৩৫ লাখ গাছ খেয়েছে ছাগলে


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০১৯ ২২:২০

আপডেট:
১৭ ডিসেম্বর ২০১৯ ২২:৩৫

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ডেসটিনির ৩৫ লাখ গাছ ছাগলে খেয়ে ফেলেছে বলে আদালতকে জানিয়েছেন তাদের আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চকে এ তথ্য দেন ডেসটিনির আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

ডেসটিনির ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা পরিশোধের শর্ত না মেনে পুনরায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন শুনানিতে তিনি এ কথা জানান।

সে সময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। এর আগে ২০১৬ সালের ২০ জুলাই শর্তসাপেক্ষে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে জামিন দেন হাইকোর্ট। পরে দুদক আপিল করলে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ। এই আবেদনের শুনানির একপর্যায়ে আত্মসাৎ করা টাকা জমা দেওয়ার কথা বলেন সর্বোচ্চ আদালত। সে অনুসারে ২০১৬ সালের ১৩ নভেম্বর ডেসটিনির পক্ষ থেকে গাছ বিক্রি করে টাকা দেওয়ার নির্দেশ দেন আপিল আদালত।

ওইদিন হলফনামা দিয়ে আদালতকে জানানো হয় যে, তাদের কাছে ৩৫ লাখ গাছ আছে। প্রতিটি গাছ আট হাজার টাকায় বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা দিতে পারবেন তারা। পরে ওই শর্ত সংশোধন চেয়ে তারা ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদন ২০১৭ সালের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়।

তবে শর্ত না মেনে পুনরায় তারা জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানিতে রোববার আদালত শর্ত অনুসারে ডেসটিনির ৩৫ লাখ গাছ বিক্রি করে টাকা পরিশোধের বিষয়ে তাদের আইনজীবী আজমালুল হোসেন কিউসির কাছে জানতে চান। জবাবে এই আইনজীবী বলেন, ‘ডেসটিনির গাছ ছাগলে খেয়ে ফেলেছে!’

এ সময় প্রধান বিচারপতি ডেসটিনির আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘ছাগলে কত গাছ খেতে পারে?’ এ সময় আপিল বিভাগে হাস্যরসের সৃষ্টি হয়। তবে প্রধান বিচারপতির প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আইনজীবী। পরে এই মামলার আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top