খুলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট
প্রকাশিত:
১৯ জুন ২০১৮ ০৪:২২
আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ২০:৩৫
আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করতে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
রাত ১০টার পর আরেক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিংকগুলো খুলে দেওয়ার নির্দেশনা মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে দেয় বিটিআরসি।
কী কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা ভাষার ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে যাত্রা শুরু করে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: