লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ যুবকের ৬১ বছরের কারাদণ্ড


প্রকাশিত:
২৫ জুলাই ২০১৮ ০৯:৪১

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০২:০২

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ যুবকের ৬১ বছরের কারাদণ্ড

লন্ডনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ৪ যুবকের প্রত্যকে পৃথকভাবে বিভিন্ন মেয়াদে মোট ৬১ বছরের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। হত্যা মামলায় এই সাজাপ্রাপ্ত ওই চার যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত।



টাওয়ার হ্যামলেটসের বো এলাকার অ্যারো রোডের মোহাম্মদ সাঈদকে (২৭)  ৩০ বছর, মাইল্যান্ডের মানজুর আহমাদকে (২৭) ৯ বছর,  স্টেপনি গ্রিনের ফয়জুর রহমানকে (২৮) ১০ বছর এবং ড্যাগেনহামের বাসিন্দা শাহ মুহাম্মদ হাবিবুর রহমানকে (২৮) ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়।



২০১৭ সালের ১৩ মে টাওয়ার হ্যামলেটসের ব্রমলি-বাই-বো এরিয়ার ব্রেন্টন রুপা তার বাসার সামনে অবৈধ মাদক ব্যবসার  প্রতিবাদ জানিয়েছিলেন। মূলত এ কারণেই মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাঈদ ও তার সহযোগীরা রুপাকে পেছন থেকে গুলি এবং  উপর্যুপরি পাঁচবার ছুরিকাঘাত করে হত্যা করে।



গত ১৩ জুলাই ওল্ড বেইলির বিচারিক আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেন। গত সোমবার (২৩ জুলাই) তাদেরকে মোট ৬১ বছরের সাজা দেন আদালত।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top