কলকাতায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০১৮ ২৩:৫৯
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯
স্বাধীন বাংলাদেশের পতাকা দেশের বাইরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতার মিশন অফিসে প্রথম উত্তোলন করা হয়েছিল। সেই দিন স্মরণে প্রতিবছর কলকাতা উপ-হাইকমিশনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।
তবে এবার বিশেষ কারণে ১৮ এপ্রিলের পরিবর্তে ১৯ এপ্রিল সকালে পতাকা উত্তোলন করা হয়েছে।
এদিন মিশনের কর্মকর্তারা বাংলাদেশের জাতীয় পতাকা ধরে দূতাবাস চত্বর প্রদক্ষিণ করেন। এরপর পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।
তিনি বলেন, আমি এই প্রথম এখানে পতাকা উত্তোলন দিবস পালন করছি। আমার খুব আনন্দ হচ্ছে। বাংলাদেশের জন্য ভারত সরকারের অবদানের কথা ভুলব না।
বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মুফাক্কারুল ইকবাল বলেন, সেদিন মুক্তিযোদ্ধা হোসেন আলী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এতে পাকিস্তান দূতাবাস পরিণত হয় বাংলাদেশ মিশনে। মুজিবনগর দিবসের পরের দিনেই এটি হয়। সেদিন পাকিস্তানের পক্ষ থেকে দূত পাঠানো হলেও তারা দূতাবাসে ঢুকতে পারেনি।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মিঞা মহম্মদ মইনুল কবীর, আবদুর রাজ্জাক প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: