ফেসবুক আইডি হ্যাকড, থানায় জিডি করেছেন দেবাশীষ ও অনিমেষ


প্রকাশিত:
২৪ জুলাই ২০১৮ ১৪:৩৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৯

ফেসবুক আইডি হ্যাকড, থানায় জিডি করেছেন দেবাশীষ ও অনিমেষ

তারকাদের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ঘটনা নতুন নয়। একের পর এক তারকার আইডি হ্যাকড হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি এই মাত্রাটা চরম আকার ধারণ করেছে। এবার হ্যাকার‌দের কব‌লে প‌ড়ে‌ছে ‘শ্বশুরবা‌ড়ি জিন্দাবাদ’ খ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বা‌সের ভেরিফাইড ফেসবুক আই‌ডি এবং জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচের ব্যক্তিগত ফেসবুক আইডি। তারা দু’জনই থানায় জিডি করেছেন।





জানা যায়, সোমবার ভোর ৫টা ৫১ মি‌নি‌টে দেবাশীষ বিশ্বা‌সের ফেসবুক আইডিটি হ্যাক করা হ‌য়েছে। সারা‌দিন আই‌ডি ফি‌রি‌য়ে আনার চেষ্টা ক‌রে ব্যর্থ হ‌য়ে রা‌তে শাহবাগ থানায় জি‌ডি ক‌রে‌ছেন তি‌নি। জি‌ডি নম্বর ১৩৭০। আইডি হ্যাক হওয়ার পর থেকেই বেশ আতঙ্কে আছেন এই নির্মাতা।



এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সোমবার ভোর ৫টা ৫১ মি‌নি‌টের পর থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হ্যাক করে এই আইডি এখন অন্য কেউ ব্যবহার করছে। এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে এর জন্য আমি দায়ী থাকবো না। যারা এসব কাজ করেছে তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই। কারণ মানুষের পেছনে লেগে থাকা ভালো মানুষের কাজ নয়।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top