মেয়েদের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় আঁখি আলমগীর


প্রকাশিত:
২৬ জুলাই ২০১৮ ১৩:৩৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৩

মেয়েদের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় আঁখি আলমগীর

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বাংলাদেশের অন্যতম চিত্রনায়ক আলমগীর ও গীতিকার খোশনুর আলমগীরের এক মাত্র মেয়ে তিনি। তারকা বাবা-মায়ের সন্তান, তার ওপর নিজেও একজন তারকা। তাই নিজের দুই মেয়ের প্রতিভা বিকাশের বেলাতেও বেশ সচেষ্ট থাকতে দেখা যায় আঁখিকে।



দুই মেয়েকে সময় দেওয়া। বন্ধুর মতো করে তাদের সঙ্গে দেশ-বিদেশ ভ্রমণ করা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার মেয়েরা যখন অংশগ্রহণ করেন তখন তাদের প্রতি মা হিসেবে বেশ যত্নশীলও থাকতে দেখা যায় আঁখিকে। এ সংগীত শিল্পীর বড় মেয়ের নাম স্নেহা। মায়ের মতো গান না গাইতে পারলেও স্নেহা কিন্তু ঠিকই নাচের প্রশিক্ষণটি নিয়ে ফেলেছেন।



২০ জুলাই, ঢাকায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘কে-পপ’ প্রতিযোগিতার একটি দলগত নাচে অংশ নেন স্নেহা। সেদিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মেয়ে স্নেহার ওই নাচের ভিডিও পোস্ট করেন আঁখি। এর পরদিনই দুই মেয়ে স্নেহা ও আরিয়াকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় উড়াল দেন। সেখানে মেয়েদের নিয়ে ইচ্ছে মতো ঘুরে বেড়িয়েছেন। আঁখি তার ফেসবুক পোস্টে তাদের ঘুরে বাড়ানোর নজর কাড়া সব ছবি পোস্ট করে কোরিয়ায় নিজের উচ্ছ্বাস মুখর ছুটি কাটানোর কথা সবাইকে জানান দেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top