দুই ভাইয়ের ‘গার্লফ্রেন্ডের বিয়া’
প্রকাশিত:
৩১ জুলাই ২০১৮ ০১:০০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪৩

দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বেয়াইন সাব’ গানের কথা সবারই জানা। গানটি দিয়ে শ্রোতাদের মনে ঝড় তোলেন প্রীতম। যাতে কন্ঠ দেন প্রীতমের বড় ভাই প্রতীক হাসান।
এবার একই প্রতিষ্ঠানের ব্যানারে নতুন ধামাকা নিয়ে আসছেন দুই ভাই। গানটির শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’। আগামী ২ আগস্ট ভিডিও কন্টেন্ট আকারে গানটি প্রকাশ করা হবে।
এ নিয়েই এখন যত ব্যস্ততা প্রতীক-প্রীতমের। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই ভাই প্রীতম ও প্রতীক। সুর ও সঙ্গীত করেছেন প্রীতম। কথা লিখেছেন লুৎফর হাসান। এফডিসিতে সেট বসিয়ে গানটির ভিডিওর শুটিং হয়।
ভিডিও নির্মাণ করেছেন তানিক রহমান অংশু। প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া।
একটি বিশেষ দৃশ্যে হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। উল্লেখ্য এর আগে গানচিল থেকে প্রকাশিত হাবিবের ‘ঝড়’ গানের ভিডিওতে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন প্রীতম হাসান!
এ প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘আমি সব সময় নতুন কথা এবং মজার মজার বিষয় নিয়ে গান করতে পছন্দ করি। এবারের গানটি অনেক ইন্টারেস্টিং। গানের গল্পের সঙ্গে মিল রেখে অংশু ভাই ভিডিওটি বানিয়েছেন। আমার ভক্ত-শ্রোতারা গানটি দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
প্রতীক হাসান বলেন,’আমাদের কাছে শ্রোতারা যে শুনতে চান এবারও সে ধরনের একটি গানই হয়েছে। এই গানের মধ্যে মাস্তি আছে, মজা আছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: