৫ অক্টোবর মুক্তি পাবে ‘দহন’


প্রকাশিত:
৭ আগস্ট ২০১৮ ১২:৩১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৪

৫ অক্টোবর মুক্তি পাবে ‘দহন’

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিয়াম-পূজা জুটি। গেলো ঈদে ব্যবসাসফল সিনেমার মধ্যে ‘পোড়ামন ২’ অন্যতম। এরইমধ্যে এই জুটি তাদের দ্বিতীয় ছবি ‘দহন’ এর শুটিং সম্পন্ন করেছেন।



 



রায়হান রাফি পরিচালিত এই ছবিটি আসছে ঈদ উল আজহায় মুক্তির কথা ছিলো। কিন্তু কারিগরি কাজ ভিএফএক্স ও এডিটিংর জন্য তাড়াহুড়া করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আর তাই ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে আগামী ৫ অক্টোবর করা হয়েছে।



‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্পে এই সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক এবং পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে। এছাড়া সাংবাদিক হিসেবে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top