কাশ্মীরের লাদাখে ইমরান-তানজিন তিশা


প্রকাশিত:
৯ আগস্ট ২০১৮ ১৫:৩৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৩৭

কাশ্মীরের লাদাখে ইমরান-তানজিন তিশা

 



চোখ জুড়ানো, মন ভোলানো অপরুপ লাদাখে ইমরান হাত ধরে হাঁটছেন তানজিন তিশার। কাশ্মীরের ভারতীয় অংশ লাদাখ এ চলচ্চিত্রের শুটিং হয়। সেখানেই ইমরানের সঙ্গে তিশার চলছে রোমাঞ্চ। বলিউড ও ভারতের বিভিন্ন আঞ্চলিক ব্যয়বহুল ছবির শুটিংয়ের জন্য সবাই ছুটে আসে জম্মু কাশ্মীরের এই এলাকায়।



বলিউড চলচ্চিত্র থ্রি ইডিয়ট, বান্টি আউর বাবলি, জাব তাক হ্যায় জান, দিল সে, পাপ, ভাগ মিল খা ভাগ, কারিনা-সাইফের তাশানসহ অসংখ্য বলিউড ছবি শুটিং হয়েছে এই এলাকায়।     



এই সৌন্দর্য ছড়ানো জায়গাতেই দেখা গেল বাংলাদেশি গায়ক ইমরান ও অভিনেত্রী-মডেল তানজিন তিশাকে। বেড়ানোর উদ্দেশ্যে নয়, কোনো আনন্দময় ট্যুর নয়। বাংলাদেশের একটি গানের চিত্রায়নের জন্য এই দু`জনের এখানে আসা।



জানা গেছে, ঈদকে সামনে রেখে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে আসবে শিল্পী ইমরানের নতুন মিউজিক ভিডিও ‘আমার এ মন’। একক কণ্ঠে গাওয়া এ গানটির সুর-সংগীতও করেছেন ইমরান নিজেই। আর গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এই গানেই ইমরানের বিপরীতে মডেল হয়েছেন তানজিন তিশা।



ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গত ১, ২ ও ৩ আগস্ট তিন দিন ধরে লাদাখের বিভিন্ন লোকেশনে ভিডিওটির শুটিং হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top