‘ক্যাপ্টেন খান’ ফার্স্ট লুকে শাকিবের চমক


প্রকাশিত:
১৪ আগস্ট ২০১৮ ০২:০৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৩

‘ক্যাপ্টেন খান’ ফার্স্ট লুকে শাকিবের চমক

শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হল। শাকিব খানের নিজস্ব ফেসবুকে ১৩ ঘন্টা হল পোস্টার টি প্রকাশ করেছে।  এতে নতুন লুকে দেখা গেছে শীর্ষ নায়ক শাকিবকে। হলুদ শার্ট, চোখে সানগ্লাস, গলায় মাফলার, পরনে কালো হাফপেন্ট ও পায়ে কালো বুট একেবারে অন্যরকম শাকিব। নতুন লুকের চমক ইতোমধ্যে দেখেছেন প্রায় ষাট হাজার লোক।



এদিকে সেন্সর বোর্ডে  গতকাল ১২ আগষ্ট জমা হয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। সিনেমাটি প্রযোজনা করেছে শান্ত এন্টারপ্রাইজ। 





এর আগে গতকালই ব্যাংককে শেষ হয়েছে ‘ক্যাপ্টেন খান’ ছবির গানের শুটিং। কলকাতায় শেষ হয়েছে ছবির সম্পাদনা। এ বিষয়ে কথা হয় ছবির প্রযোজক শান্ত খানের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ছবিতে যা প্রয়োজন, তাই দিয়েছি। এই ছবিটি দেখে দর্শক পছন্দ করবেন। আমি এই প্রজন্মের ছেলে। সব দেশের ছবিই আমার দেখা হয়। 



আমার কাছে মনে হয়েছে, এই ছবিটি দিয়ে আমরা দেশের বাইরেও ভালো সাড়া পাব। যেহেতু আমাদের একজন শাকিব খান আছে, তাই আমরা এখন চিন্তা করতে পারি বিশ্ববাজারের জন্য চলচ্চিত্র নির্মাণ করতে।’  ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়াও অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।





‘ক্যাপ্টেন খান’ ফাস্ট লুক


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top