প্রিয়াঙ্কা-নিকের আংটি বদল সম্পন্ন
প্রকাশিত:
১৮ আগস্ট ২০১৮ ১০:৪৭
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৫৮

বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী নিক জোনাসের আংটি বদল হয়ে গেল। শনিবার ১৮ আগষ্ট সকাল ১০টার দিকে মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
প্রিয়াঙ্কা-নিকের বাগদানের জন্য শুক্রবার ভোরে মুম্বাই পৌঁছান মার্কিন পপ তারকা নিক জোনাসের পরিবার। এ সময় নিকের সঙ্গে তার বাবা-মাকে বিমানবন্দরে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছিলো নিক ও তার পরিবারের মুম্বাই আগমনের কারণ হলো বাগদান। আর এই অনুষ্ঠানে অতিথির বেশির ভাগই নাকি থাকবেন বলিউডের অভিনেতা, নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরা। সেই কথায় যেন সত্যি হলো।
বাগদান অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাদের নিক ও প্রিয়াঙ্কার পরিবারের মানুষজন, কাছের বন্ধু বান্ধব। সন্ধ্যায় মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলে হবে বিশেষ পার্টি। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের নামিদামি তারকারা।
তবে নিকের তরফ থেকে তার পরিবার ছাড়া আর কে কে উপস্থিত থাকবেন সেটা এখনো জানা যায়নি। এমনকি প্রিয়াঙ্কার আমন্ত্রণে কোনো হলিউডি অভিনেতা অভিনেত্রী এসেছেন কিনা তাও এখনো নিশ্চিত নয়। তবে ভারতীয় রিপোর্টগুলো বলছে অতিথিদের জন্য মুম্বাইয়ের সুবারবান হোটেলে ২০০টি রুম বুক করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: