তোমার পুরুষ সঙ্গীর যত্ন নাও, নইলে অন্য পুরুষ...
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪৬

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচিত হতো। এর জন্য ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান ছিল এতো দিন। কিন্তু ৬ সেপ্টেম্বর এক রায়ে ভারতে সমকামিতাকে বৈধতা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে সমকামিতাকে ভারতে এখন আর অপরাধ বলার সুযোগ নেই।
আদালতের রায়ের পর বিভিন্ন মহলে বিষয়টি ইতি-নেতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। চলছে নানা গুঞ্জনও। আর সেই কাফেলায় যুক্ত হয়েছেন বলি-টালিগঞ্জের সেলিব্রেটিরাও।
তাদেরই একজন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন সোস্যাল মিডিয়া টুইটারে একটি পোস্ট দিয়েছেন তিনি।
টুইটারে স্বস্তিকা লিখেন, ‘মেয়েরা এটা ২০১৮। ঠিক মতো করে তোমার পুরুষ সঙ্গীর যত্ন নাও। না হলে অন্য কোনও পুরুষ তার যত্ন নিতে শুরু করবে…।’
স্বস্তিকার রায়ের স্বাগত মন্তব্য নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই। কারণ তিনি বিষয়টির পক্ষে লিখেছেন না বিপক্ষে তা কিন্তু স্পষ্ট নয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: